Masuda bhatti biography of donald

মন্তব্যগুলো ভেসে থাক তোমাদের সভ্য খাঁচায়

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

ফজলুল কবিরী বলেছেন: কী হয়েছিল আমি জানি না। কিন্তু আমি এখনো মনে করি মেয়েদের জন্য এখনো সামহয়্যার ইন এর কিছু কিছু লেখক নিরাপদ না। তবে আমার জন্য বড় ধাক্কা একজন তরুন লেখকের মানসিকতা। তাকে আমি আরো অনেক আগে থেকেই জানি লেখালেখির সুবাদে । একজন লেখক এতটা নামতে পারে কল্পনা করা যায়না। চুরি তো চুরি তা আবার জগদীস গুপ্তের লেখা!

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০২

ফজলুল কবিরী বলেছেন: আমার তথ্যে অবাক হওয়াটাই শেষ কথা কী? আমি অবাক হচ্ছি একজন লেখক অনেক দিন ধরে লিখছে, সবাই তার ব্যাপারে ভালো মন্দ কিছু জানে, অনেকে দেখলাম তার নকল গল্পটির উপর জ্ঞানগর্ভ মন্তুব্যও করার চেষ্টা করেছে, কিন্তু কেউ তার লেখাটির ব্যপারে সত্যটা আবিষ্কার করার চেষ্টা করেনি।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৭

ফজলুল কবিরী বলেছেন: লগি বৈঠা নিয়া তো লেখালেখি করন যায় না!। লাঠালাঠি হয়!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

ফজলুল কবিরী বলেছেন: লেখকের রুচিবোধ অনেকসময় সামাজিক রুচিবোধের সাথে যায় না। সেক্ষেত্রে আরোপিত বিধিনিষেধগুলো লেখকের বিপক্ষে যায়। আমি ধারণা করছি মাসুদা ভাট্টির বিষয়টা সেরকম কিছু। সেক্ষেত্রে অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সুযোগটা থাকছে কিনা দেখতে হবে।
আর যদি নতুন উত্থাপিত কারণে তার লেখা মুছে দেয়া হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের তৎপরতাকে আমরা সাধুবাদ জানাব।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

ফজলুল কবিরী বলেছেন: পোস্ট মডারেশন একজন লেখকের হাতে থাকেনা। কিন্তু একজন তরুন লেখক তারই পূর্বসুরীর লেখা এদিক-সেদিক করে চালিয়ে দেবার মানসিকতা রাখলে আমাদের সাহিত্যের ভবিষ্যত যে কত খারাপ হতে পারে কল্পনা করা যায় না।

২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

ফজলুল কবিরী বলেছেন: সেটাই করব। মুশকিল হচ্ছে মূল লেখাটা টাইপ করা লাগবে। তারপরও চেষ্টা করব।

২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

ফজলুল কবিরী বলেছেন: মাসুদা ভাট্টি নিজেই তার পরিচয়টা পষ্ট করতে পারেন। আমাদের সংশয়েরও অবসান হয়।

আলোচিত ব্লগ